ফিলিস্তিনি শিশুদের জন্য অর্থ সহায়তা দিচ্ছেন না মেসুত ওজিল। জার্মানি বিশ্বকাপ জেতার পরপরই গুজব ছড়িয়ে পড়ে যে, বিশ্বকাপ থেকে পাওয়া সম্মানির অর্থ ফিলিস্তিনী শিশুদের দান করবেন ওজিল। তবে বৃটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে ওজিলের মুখপাত্র জানান, তিনি ফিলিস্তিনে নয়, ব্রাজিলে অসুস্থ ১১জন শিশুকে সহায়তা দিচ্ছেন।
এ নিয়ে মেসুত ওজিল নিজের ফেসবুক ওয়ালেও একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের এগারজন শিশুর অস্ত্রপচারে সহায়তা করার কথা দিয়েছিলাম। বিশ্বকাপ জেতার পর এখন ওই শিশুদের সহায়তা করা পুরো টিমেরই দায়িত্ব হয়ে পরেছে। আমরা এখন মোট ২৩জন শিশুকে অর্থ সহায়তা দেব।