পবিত্র ওমরাহ পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৯টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এমিরেটস ফ্লাইট ইকে-৫৮৫-এ রওনা দেন তিনি।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য প্রযুক্তি সম্পাদক শাহ শরিফ কামাল তাজ, চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত ফটোগ্রাফার নূর উদ্দিন আহমেদ নূরু, গৃহপরিচারিকা কুলসুম বেগম। এছাড়া ছয়জন সংবাদকর্মীও খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন।
সৌদির উদ্দেশে যাত্রার আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘পবিত্র ওমরাহ পালন ও হারাম শরিফে শবে কদরের রজনীতে এবাদত-বন্দেগি করতে বেগম খালেদা জিয়া সৌদি আরব যাচ্ছেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও বেগম জিয়ার সফরসঙ্গী হবেন।’
২০০৮ সালের পর এটি মা-ছেলের দ্বিতীয় সাক্ষাৎ। এর মধ্যে ২০১১ সালে লন্ডন সফরের সময় ছেলে তারেকের সঙ্গে দেখা হয় খালেদার।
এছাড়াও বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত বিএনপি প্রধানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্ত্রী শর্মিলা রহমান ও তাদের দুই মেয়েকে নিয়ে সৌদি আরবে মায়ের সঙ্গে ওমরা পালন করবেন।
মারুফ কামাল জানান, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সফরসঙ্গীরা দেশটিতে অবস্থান করবেন। খালেদা জিয়া প্রথমে মদিনায় যাবেন। সেখানে দুইদিন অবস্থানকালে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত ও মসজিদে নববিতে এবাদত বন্দেগি করবেন। এরপর তিনি মদিনা থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন। সেখানে হারাম শরিফে শবে কদরের রজনীতে এবাদত করবেন।’ ওমরাহ শেষে ঈদুল ফিতরের আগে ২৭ জুলাই দেশে ফিরবেন খালেদা।
ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক মির্জা আব্বাস, জ্যেষ্ঠ নেতা আলতাফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এমএ মান্নান, মাহবুব উদ্দিন খোকন, সালাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, খায়রুল কবীর খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, শামসুল আলম তোফা, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
এছাড়া দল ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে মহানগরের নতুন সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ নেতাকর্মীরা বিমান বন্দরের প্রবেশ পথের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানান।