গতকাল কানাডার টরেন্টোর বাংলা টাউন খ্যাত ড্যানফোর্থস্থ একটি রেস্তোরায় বিএনপি কানাডা শাখার উদ্যোগে র্যাব বিলুপ্তির সমর্থনে গন-সাক্ষর সংগ্রহ অভিযানের শুভারম্ভ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর সরব উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা বিএনপির প্রধান উপদেষ্টা প্রকৌশলী রেজাউর রহমান এবং সভাটি পরিচালনা করেন অন্টারিও বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরী ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাধারন সম্পাদক জনাব এ,কে,আজাদ।তিনি কানাডা বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি অভিনন্দন এবং রমজানের মোবারকবাদ জানান।
সভাপতির ভাষনে প্রকৌশলী রেজাউর রহমান বাংলাদেশের বর্তমান ভয়াবহ গনতন্ত্রহীনতা এবং চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন একটি দেশ এভাবে চলতে পারেনা এবং অবিলম্বে এই জালীম সরকারকে বিতারিত করে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল চৌধুরী, প্রধান অতিথির ভাষনে বলেন বাংলাদেশের জনগন আজ স্বাধীন দেশে বন্দি জীবন যাপন করছে,দেশে নেই কোনো মানবাধিকার কিংবা আইনের শাসন।এই ফ্যাসিস্ট নির্লজ্জ আওয়ামী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান কে ধংশের শেষ সীমায় নিয়ে গেছে।এখনই দেশের মানুষ এবং গনতন্ত্র কে এই বন্দিদশা থেকে মুক্ত করতে হবে।গনধিকৃত র্যাব এখন বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনে সরাসরি জড়িয়ে পড়ার ফলে এর কমান্ড স্ট্রাকচার প্রায় ভেঙ্গে পড়েছে।এই কারনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক ও আগামীর নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে এই র্যাব বিলুপ্তির জন্য গন-সাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে কানাডা বিএনপি। তিনি কানাডা বিএনপির সকল নেতা কর্মীকে এই কর্মসূচীকে অত্যন্ত সফল করার জন্য সবিশেষ সচেষ্ট থাকার অনুরোধ জানান।এসম্পর্কিত একটি পিটিশন অচীরেই কানাডার মাননীয় প্রধান মন্ত্রীর সমীপে উপস্থাপন করা হবে বলে জানান।তিনি আরও জানান যে এতদসংক্রান্ত website'www.abolishrab.com' ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করেছে এবং বিশ্বব্যাপি বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় ধারক ও বাহকদের উদ্ভুদ্ধকরনে সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে আরও মুল্যবান বক্তব্য রাখেন,বিশেষ অতিথি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব জ্যাক রাইব্যাক,টরেন্টো মহানগর বিএনপির সভাপতি জনাব দেলোয়ার হোসেন দিলন,টরেন্টো মহানগর বিএনপির সাধারন সম্পাদক জনাব রমিজ খান মুন্না,বিএনপি নেতা অধ্যাপক আলতাফ হোসেন,জনাব শামসুল মূকতাদির,জনাব আনোয়ার সাজ্জাদ,কানাডা বিএনপির সহ-সভাপতি জনাব আনোয়ারুল কবীর,অধ্যাপিকা নাজমা খানম,জনাব মোঃ শাহীন,জনাব মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল পবিত্র ইফতার মাহফিল।এক্ষনে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা জনাব দেলোয়ার হোসেন বকূল।মাহফিলে বাংলাদেশে বিগত দিনে বিএনপির অসংখ্য নেতাকর্মী যারা গুম-খুনের শিকার হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং ফিলিস্থিনের নির্যাতিত মুসলিম ভাইদের জন্য বিশেষ দোয়া করেন উপস্থিত সকলে।