DMCA.com Protection Status
title=""

সুজানার সঙ্গে ডিভোর্সে ৩৮০ কোটি রুপি দিতে রাজি ঋত্বিক রোশন

f415rwoeসাবেক স্বামী ঋত্বিকের কাছে ৪০০ কোটি রুপি খোরপোশ বাবদ দাবি করে বসলেও তা পাচ্ছেন না সুজানা। তবে ঋত্বিক সুজানকে হতাশ করছেন না, তিনি ৩৮০ কোটি রুপি খরচ করতে রাজি হয়েছেন।

চলতি বছরের এপ্রিলে পরস্পরের সম্মতিতেই ডিভোর্স ফাইল করেছেন রোশন দম্পতি। আগামী ৩১ অক্টোবর ডিভোর্সের শুনানির দিন ধার্য আছে।

এ দম্পতির দুই সন্তান হৃহান ও হৃদানের আইনি অভিভাবকত্ব পেয়েছেন সুজান। তবে বিচ্ছেদ ঘোষণার পরও দুই সন্তানের কারণে ঋত্বিক-সুজানকে একসঙ্গে দেখা গেছে অনেকবার। সুজানের পরিবারের সঙ্গেও খুবই ঘনিষ্ঠ ঋত্বিক। তার দুই ভাই-বোন জায়েদ ও ফারহার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রেখে চলেছেন ঋত্বিক।

দু’জনেই এতদিন পর্যন্ত সন্তানদের কারণে তিক্ততা দূরে সরিয়ে রেখেছেন। তবে এই বিশাল অংকের খোরপোশ দাবির পরও তিক্ততা চাপা থাকবে কি না তা সময়ের হাতেই ছেড়ে দিতে হবে।

Share this post

error: Content is protected !!