DMCA.com Protection Status
title=""

জনপ্রিয়তার শীর্ষে ‘সেক্সগুরু’

i88fu9pi‘সেক্সগুরু’ শব্দটা শুনেই আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ তিনি অনেক বড়মাপের একজন চিকিৎসক। নাম মহিন্দর বসত। তবে এ নামে আর কেউ ডাকে না। সেক্সগুরু হিসেবেই সবার কাছে তিনি পরিচিত। ৯০ বছরের এই সেক্সগুরুর পরামর্শ পেতে মরিয়া আট থেকে আশির বৃদ্ধ-বৃদ্ধারাও!

এমনকি তার পরামর্শ পেতে  সপ্তাহ পর সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয় সবাইকে! কারণ সপ্তাহের একটি দিনই তিনি পরামর্শ দিয়ে থাকেন। তাও আবার ভারতের একটি সংবাদপত্রে। সেখানে তিনি জীবনশৈলি এবং যৌন সংক্রান্ত বিভিন্ন কলাকৌশলের কথা লেখেন।

গত ৫০ বছর ধরে তিনি তার এই পরামর্শের মাধ্যমে কয়েক হাজার নারী-পুরুষের যৌন জীবনকে করেছেন রঙিন। যৌন সংক্রান্ত নানা ভয়-ডরকে জয় করার কলা-কৌশল জানিয়ে সাহস জুগিয়েছেন সেক্সগুরু।

মহিন্দর খুব ছোট ছোট এবং প্রাসঙ্গিক শব্দে কথা বলেন। যা শুনে অনেক সময় হাসিও আসে। কিন্তু তাতে তার কিছু যায় আসে না। তিনি বলন, ‘আমি মানুষের সঙ্গে সহজ ও প্রাসঙ্গিক শব্দেই কথা বলি। কারণ মানুষ সহজ সরলভাবেই শুনতে ভালোবাসে। এতে প্রাথমিকভাবেই সমস্যা অনেকটা দূর হয়ে যায়।’

Share this post

error: Content is protected !!