গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশের প্রায় সব এলাকায় ‘ব্যাপক’ আন্দোলন হলেও ঢাকায় তা হয়নি। এ কারণেই এবার ঢাকার আন্দোলনের দিকেই বেশি নজর দেবে বিএনপি। এমন ইঙ্গিতই দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এবারের আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর হবে। জোট ও সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।’
এক প্রশ্নের জবাবে অতীত আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে ফখরুল বলেন, ‘ঢাকা বাংলাদেশের রাজধানী। এ জন্য ঢাকার আন্দোলনের দিকে সবার নজর রয়েছে। তাই ঢাকায় তীব্র আন্দোলন হতেই হবে।’ আগামী দিনের আন্দোলনকে ঘিরে এবার ঢাকা মহানগরকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমে সমঝোতা হলে ভালো হয়, অন্যথায় আন্দোলনের বিকল্প কোনো পথ নেই। আন্দোলনের মাধমেই দাবি আদায় করা হবে।’
তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিতে চায় কিন্তু ক্ষমতাসীন আওয়ামী সরকার সংলাপের পথ বন্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।’
ফখরুল বলেন, ‘এবার তীব্র আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলে সরকার পতনের কর্মসূচি দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।