ভারতের মাদক সম্রাট ও আন্ডারগ্রাউন্ড নিয়ন্ত্রক মাফিয়া ডন দাউদ ইব্রাহিম হাত মেলাতে যাচ্ছেন মধ্য আফ্রিকার ইসলামি সশস্ত্র সংগঠন বোকো হারামের সঙ্গে। তাদের যুগলহস্ত ভারতসহ দক্ষিণ এশীয় দেশগুলোয় মাদক পাচারের একক নিয়ন্ত্রণ তুলে নিতে যাচ্ছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আফ্রিকা থেকে মাদকসহ অন্যান্য বেআইনী সামগ্রীর লেনদেন জোরদার করার জন্যে নাইজেরিয়া ভিত্তিক সশস্ত্র দলটির সঙ্গে লিয়াজোঁ করে যাচ্ছেন এই মাফিয়া ডন। আর যোগাযোগ রক্ষার স্বার্থে ব্যবহার করছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আএসআই-এর নেটওয়ার্ক।
আরও জানা যায়, সম্প্রতি দাউদের ছোটভাই আনিস ইব্রাহিমকে নাইজেরিয়ার লাগোসে দেখা গেছে। সেখানে বোকো হারামের নেতা আবু বাকার শিকোর সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তার।
নাইজেরিয়ায় বিভিন্ন সময়ে সংঘটিত গণহত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ত্রাস সৃষ্টিকারী সশস্ত্র সংগঠন বোকো হারাম সর্বশেষ প্রায় ৩০০ স্কুলছাত্রীকে অপহরণ করার দায়ে অভিযুক্ত। এ যাবত অপহৃত ছাত্রীদের ১১ বাবা মা সন্তানের শোকে প্রাণত্যাগ করেছেন।
মধ্য আফ্রিকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে তৎপরতা বৃদ্ধির জন্যে বোকো হারামের প্রচুর অর্থ প্রয়োজন বলে জানা গেছে। যে কারণে ভারতীয় মাদক সম্রাট দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশে অর্থাগম ঘটাতে চাইছে তারা, এই বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।