DMCA.com Protection Status
title="৭

অবশেষে লেবানন থেকে বহিষ্কৃত রাষ্ট্রদূত গওসুল আজম সরকার ওএসডি

aaaaaaaaaaaaaaa-e1406865556213দূতাবাসে এক বাংলাদেশিকে আটকে রাখা ও অপর এক বাংলাদেশিকে অপহরণ করানোর অভিযোগে প্রমাণ হওয়ায় লেবানন থেকে বহিষ্কৃত বাংলাদেশের রাষ্ট্রদূত গওসুল আজম সরকারকে ওএসডি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাকে ওএসডি করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

তদন্তের পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অথবা পদায়নের সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এক বাংলাদেশিকে আটকে রাখা ও অপর এক বাংলাদেশিকে অপহরণ করানোর অভিযোগ প্রমাণ হওয়ায় দেশটির সরকার রাষ্ট্রদূত গওসুল আজমকে বহিষ্কার করে লেবানন ছাড়ার নির্দেশ দেয়।

রাষ্ট্রদূত গওসুলকে বহিষ্কারের আগে তাকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর জুলাইয়ে বৈরুতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করলে সুইডেন থেকে এসে যোগ দেন গওসুল আজম সরকার।

এর আগে স্টকহোমে দায়িত্ব পালন করার সময়েও তিনি সমালোচিত হন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। সেখানে অনৈতিক কাজের দায়ে তার স্ত্রীকে স্টকহোম ছাড়ার নির্দেশ দেয় সুইডেন কর্তৃপক্ষ। এ নির্দেশের পর গওসুল আজম নিজেই স্টকহোম ছাড়ার উদ্যোগ নেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!