DMCA.com Protection Status
title="৭

বয়স মাত্র ৯: সপ্তাহে ৪০ কেজি খেয়েও ক্ষুধা মেটে না

article-2715404-203D6F2C00000578-175_634x343 (1) {focus_keyword} ৪০ কেজি খেয়েও ক্ষুধা মেটে না article 2715404 203D6F2C00000578 175  1 e1407238292808ঢাকা: বয়স মাত্র ৯, কিন্তু এ বয়সেই তার ওজন ৯২ কেজি। এ বয়সের একটি শিশুর স্বাভাবিক ওজনের থেকে সুমন খাতুনের ওজন পাঁচ গুণ বেশি। তবে সুমন খাতুন একাই নয়, তার বয়সী এ রকম অতিরিক্ত ওজনের শিশু পৃথিবীতে আরোও কয়েক জন রয়েছে। তবে সুমন খাতুনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে ব্যতিক্রম তা হল, সপ্তাহে প্রায় ৪০ কেজি খাবার খাওয়ার পরেও খেয়েও তার ক্ষুধা মেটে না। পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহে ১৪ কেজি চালের ভাত, ৮ কেজি আলুর তরকারি, ৮ কেজি মাছের তরকারি আর ৪৫ হালি কলা খায় সে। এগুলো ছাড়াও মিষ্টি, কেকসহ অন্যান্য খাবারও কম যায় না তার পেটে। তার পরও তার পেটে ক্ষুধা থেকেই যায়।

article-2715404-203D69DB00000578-235_634x335 {focus_keyword} ৪০ কেজি খেয়েও ক্ষুধা মেটে না article 2715404 203D69DB00000578 235

অসমাপ্ত এই ক্ষুধা নিবৃত করতে গিয়েই বিপদে পড়েছে সে। নিজের মুখেই জানায়, অতিরিক্ত খাওয়ার ফলে তার শরীর অনেক বেশি মুটিয়ে গেছে। যে কারণে উঠতে, বসতে এমনকি শুয়ে থাকতেও তার অনেক কষ্ট হয়। এছাড়া স্কুলে কিংবা পাড়ার খেলার মাঠে সঙ্গীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না সে। সুমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুমনের খাওয়া কমানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। মেয়ের এমন ওজন নিয়ে বেশ চিন্তিত মা বেলি বিবি। তিনি বলেন, ‘আমার অন্য সন্তানরা স্বাভাবিক, তবে সুমনের ভবিষ্যত নিয়ে আমি উদ্বিগ্ন।’

article-2715404-203D6EF800000578-35_634x537 {focus_keyword} ৪০ কেজি খেয়েও ক্ষুধা মেটে না article 2715404 203D6EF800000578 35  e1407238432521সুমনের ওজন কমানোর জন্যও স্থানীয় চিকিৎসকদের শরাণপন্ন হয়েছিলেন তারা। চিকিৎকরা জানান সুমনের হাইপারথাইরয়ডিজমের সমস্যা থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন তারা।

Share this post

scroll to top
error: Content is protected !!