DMCA.com Protection Status
title="শোকাহত

বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরীকে অপমানের দাত ভাঙ্গা জবাব দেয়া হবেঃকানাডা বিএনপি

536e425396caf-shamsherপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ‘বেঈমান’ বলে আখ্যায়িত করায় কানাডা বিএনপি নেতা কর্মীগনের   মধ্যে বিরাজ করছে ক্ষোভের আগুন। তারা প্রধামন্ত্রী এমন বক্তব্য কোনভাবেই মেনে নিতে পারছেন না।

বীর মুক্তিযোদ্ধা জনাব শমশের মবিন চৌধুরীর প্রতি  প্রধানমন্ত্রীর এধরনের অবিবেচনাসূলভ এবং অপমানজনক মিথ্যাচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কানাডা বিএনপি।কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জোরালো প্রতিবাদ করে বলেছেন, 'মুক্তিযুদ্ধ এবং দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিন্দুমাত্র  শ্রদ্ধাবোধ থাকলে তিনি এধরনের গর্হিত এবং অসত্য মন্তব্য করতে পারতেন না'।

গত রোববার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় দেয়া বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

 

তিনি শমসের মবিনকে বেইমান আখ্যায়িত করে বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে পুনর্বাসন করেন। ওই দায়িত্ব পড়ে আজকের শমসের মবিন চৌধুরীর ওপর। অথচ মুক্তিযুদ্ধে গুরুতর আহত হওয়ার পর  বঙ্গবন্ধু শমশের মবিনকে জার্মানিতে  উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বেইমান চিরকালই বেইমান। এটা হয়তো অনেকে জানেন না।’ 

 

সিলেট বিএনপির নেতারা ক্ষুব্ধ কণ্ঠে দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী দেশটাকে নিজের পরিবারের সম্পত্তি মনে করেন। তিনি সবসময় মিথ্যা কথা বলেন। যারা দেশ স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো মানে দেশ ও জনগণের বিরুদ্ধে কথা বলা।’

কানাডা বিএনপির সাধারন সম্পাদক জনাব এ,কে,আজাদ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,'আওয়ামী লীগ মুখে নিজেদের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দাবী করলেও আদতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বার বার এভাবে অপমান এবং অসন্মান করে গেছে তারা'।

কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনসার আহমেদ বলেন,'বিনাভোটে ক্ষমতাদখল কারী হাসিনা সরকারের পতনের আভাস পেয়ে ওরা আবোল তাবোল বকে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে'।

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল,কানাডা শাখার সভাপতি জনাব জয়নাল আবেদিন জামিল বলেন,'বীর মুক্তিযোদ্ধা ,সিলেটের কৃতি সন্তান জনাব শমসের মবিনকে মিথ্যাচারে অপমান করার অধিকার কারও নেই,বাংলাদেশের জনগনকে সাথে নিয়ে এর দাতভাঙ্গা জবাব দেয়া হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!