DMCA.com Protection Status
title="৭

জামায়াতকে সাইজে রাখার নতুন ফন্দিঃ যুদ্ধাপরাধী দল হিসাবে জামায়াতের বিচার করা হবে : আইনমন্ত্রী আনিসুল হক

1407420344আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধী দল হিসেবেই জামায়াতের বিচার করা হবে। এই বিচার করলেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়েলের হালনাগাদকৃত খসড়া সম্পর্কে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।



এর আগে গত মঙ্গলবার আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসবিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে র্যাপ বলেছিলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। 



স্টিফেন র্যাপের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গেও তার কথা হয়েছে। তখন তিনি এ বিষয়ে কিছু বলেননি। এটি হয়তো তার ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী যুদ্ধাপরাধী দল হিসেবেই জামায়াতের বিচার হবে।



আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের (আইসিটি) সংশোধনী আইনটি খুব শীঘ্রই মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। এ সংশোধনীতে দল হিসেবে জামায়াত ও তার সহযোগী সংগঠনগুলোর বিচার ও শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট বিধান সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে ৪২ বছর  শেষে আমরা নতুন অধ্যায়ে যাচ্ছি। দল হিসেবে জামায়াতের বিচার হওয়া অপরিহার্য।



ট্রাইব্যুনাল সর্ম্পকে তিনি বলেন, মামলা বাড়লে ট্রাইব্যুনাল বাড়বে। মামলা কমলে ট্রাইব্যুনাল কমবে।



যুদ্ধারপরাধীদের রায় বাস্তবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় দেয়া এবং বাস্তবায়ন ট্রাইব্যুনালের বিষয়। এটি আমার বিষয় নয়।



এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ) আয়োজিত রেজিস্ট্রেশন ম্যানুয়ালের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন ম্যানুয়াল হালনাগাদ করছে আইন মন্ত্রণালয়।



এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইন পরিবর্তনশীল। সময়ের সঙ্গে আইনেরও পরিবর্তন হয়। ভূমির স্বচ্ছতা নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ম্যানুয়াল হালনাগাদ করেছে আইন মন্ত্রণালয়। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, দশ বছর পর পর এ ম্যানুয়ালটি হালনাগাদ হবে। এর মধ্যে যখন কোনো আইন পরিবর্তিত হবে তখন এর সাপ্লিমেন্ট বের হবে।



লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব এএসএসএম জহিরুল হক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) প্রোগ্রাম ম্যানেজার আবদুল মান্নান খান প্রমুখ।


 

Share this post

scroll to top
error: Content is protected !!