DMCA.com Protection Status
title="শোকাহত

বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলনের কর্মসূচী আসছে আজঃপ্রথম পর্যায়ে শান্তিপূর্ন এবং হালকা কর্মসূচী

1407424225ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দেওয়া বিএনপি এবার ‘নরম’ কর্মসূচী নিয়ে মাঠে নামছে। ১১ আগস্ট রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠকে ঈদ-পরবর্তী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। গত রমজান মাসে বিভিন্ন সময়ে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, ঈদুল ফিতরের পর চূড়ান্ত আন্দোলন করা হবে।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে আপাতত কঠোর কর্মসূচিতে না গিয়ে শান্তিপূর্ণ এবং হালকা কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করার বিষয়ে জোটের নেতারা একমত প্রকাশ করেছেন। বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও হত্যার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট মৌন মিছিল এবং সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। জোটগতভাবে এসব কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি চলতি মাসের শেষের দিকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে জেলায় জেলায় সফর করবেন জোটের নেতারা।

বৈঠকে জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদের অংশটির প্রতিনিধিত্ব ছিল। বৈঠক শেষে ফরহাদ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোটের শরীকেরা তাঁর দলকে স্বাগত জানিয়েছেন। শওকত হোসেন নিলুকে (এনপিপির অপর অংশের চেয়ারম্যান) জোট থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

বৈঠক শেষে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান সাংবাদিকদের বলেন, আজ দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, জাতীয় পার্টির (জেপি) আন্দালিব রহমান, ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিনসহ জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!