DMCA.com Protection Status
title="৭

নারায়ণগঞ্জের ৭ খুনঃ অবশেষে তদন্ত কমিটির মুখোমুখি শামীম ওসমান

image_87842_0চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাংসদ শামীম ওসমান।



মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে এ বক্তব্য নেওয়া শুরু হয়। 



সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদ করে এই কমিটি। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের গডফাদাররাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাত খুনের সঙ্গে জড়িত।



এই গডফাদার কারা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কারা, সেটা শুধু নারায়ণগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশ জানে। সাত খুনের ঘটনার নেপথ্যে কারা, তা জানার জন্য ভারতে আটক এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনা উচিত বলে মনে করেন তিনি।



এর আগে গত ১৭ জুলাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।



গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং পহেলা মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে সাত মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!