প্রিয় স্বদেশ আজ অগনান্ত্রীক ফ্যাসিস্ত আওয়ামী সরকারের নির্যাতন-নিপিড়নে জর্জরিত। দেশের মানুষের গনতান্ত্রীক সকল অধিকার হরন করে দেশকে একদলীয় বাকশালী শাসনের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই দলটি।বিএনপি নেতা ইলিয়াস আলী,চৌধুরী আলম সহ বিরোধী দল ও মতের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে সরকারের সরাসরি তত্বাবধানে,দেশের মানুষের সকল মৌলিক অধিকার এবং মানবাধিকার আজ লংঘিত।সীমাহীন দূর্নীতি,দলীয়করন এবং রাজনৈতিক সন্ত্রাস করে এই জালিম সরকার বাংলাদেশকে বিশ্বের দরবার হেয় প্রতিপন্ন করে চলেছে প্রতিনিয়ত।
গত ১২ই আগস্ট,সন্ধ্যায় মন্টিয়লের ৬৭৬৭, কোত দে নিজ কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)কানাডা শাখার ৭ম সাধারন সভায় উপস্থিত বক্তাগন এসব কথা বলেন।
কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং কানাডা বিএনপির সাধারন সম্পাদক জনাব একে আজাদের পরিচালনায় এই সভায় কানাডা বিএনপি এবং এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল চৌধুরী তার বক্তব্যে বলেন,গনতান্ত্রীক শক্তি সমূহের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ত সরকারের পতন ঘটানো সম্ভব নয়।জনগনের মতামত সম্পূর্ন ভাবে উপেক্ষা করে শুধুমাত্র গায়ের জোরে এই সরকার ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।জাতীয়তাবাদী ভাবধারার ধারক,দেশপ্রেমীক সিংহপুরুষ জনাব মাহমুদুর রহমানকে সত্য প্রকাশের অপরাধে আজ কারাগারে নিক্ষেপ করে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে।আমার দেশ সহ বেশ কয়েকটি গনমাধ্যমকে অবৈধভাবে বন্ধ করে দেয়া হয়েছে।দেশের এই চরম ক্রান্তি লগ্নে কানাডা সহ উন্নত বিশ্বের জনগনকে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির বাস্তব চিত্র দেখাতে হবে এবং এই অবৈধ সরকারের উপর প্রবল আন্তর্জাতিক চাপ বজায় রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান।
সভায় কানাডা বিএনপির কুইবেক প্রদেশের রাজনৈতিক কর্মতৎপরতা এবং কর্মকান্ডে গতিশীলতা আনয়নের লক্ষ্যে একটি সমন্বয় পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়।কানাডা বিএনপির কুইবেক প্রদেশের দ্বায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আনসার আহমেদ,কুইবেক ও মনট্রিয়ল বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ এই সমন্বয় পরিষদের সন্মানিত সদস্য হবেন।কানাডা বিএনপির নেতা ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজুকে এই পরিষদের সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়।এছাড়াও গনধিকৃত র্যাব বিলুপ্তিকরনের দাবীতে চলমান গনসাক্ষর সংগ্রহ অভিযানের অগ্রগতি এবং দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচন করা হয়।
সভায় উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন কানাডা বিএনপির সহসভাপতি জনাব এজাজ আখতার তৌফিক, কানাডা বিএনপির সাধারন সম্পাদক জনাব একে আজাদ,কানাডা বিএনপির নেতা ও দৈনিক প্রথম বাংলাদেশের সম্পাদক ক্যাপ্টেন (অবঃ)মারুফুর রহমন রাজু,কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনসার আহমেদ,কুইবেক বিএনপির সভাপতি জনাব শামীম,সাধারন সম্পাদক জনাব মুহিম,মন্ট্রিয়ল বিএনপির সভাপতি জনাব নাসির,সাধারন সম্পাদক জনাম নাসিম,কানাডা সেচ্ছাসেবক দলের সভাপতি জনাব জয়নাল আবেদীন জামিল,কানাডা বিএনপির নেতা জনাব সবুর,জনাব পরাগ সহ আরও অনেকে।