DMCA.com Protection Status
title=""

জাতীয় সম্প্রচার নীতিমালায় অধিকতর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছেঃটি আই বি

TIBজাতীয় সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে বলে মত দিয়েছে আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবি জানায়, এই নীতিমালার কিছু অংশ তথ্য অধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এই নীতিমালা নিবর্তনমূলক সুতরাং গ্রহণযোগ্য নয় বলে মনে করে সংস্থাটি।

বৃহস্পতিবার মহাখালীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বিষয়ে নিজেদের মত তুলেধরেন টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম।

টিআইবির পক্ষ থেকে জানানো হয়, টিআইবি জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়ার ওপর গত বছরের ২ অক্টোবর তথ্য মন্ত্রণালয় বরাবর বেশ কিছু সুপারিশ পেশ করে। সুপারিশগুলোর পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়ে টিআইবি গত ২৯ জানুয়ারি মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। কিন্তু মন্ত্রণালয় সাড়া দেয়নি।

তবে নীতিমালার ইতিবাচক দিকগুলোকে স্বাগত জানান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘বিজ্ঞাপন সম্প্রচারের ক্ষেত্রে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় শিশু নীতিসহ অন্যান্য প্রাসঙ্গিক নীতিসমূহ এবং মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসরণ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো ইতিবাচক।’

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘এ নীতিমালা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এভাবে গণমাধ্যম চলতে পারে না। এ নীতিমালায় গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। এতে দেশ, সরকার ও রাষ্ট্রকে গুলিয়ে ফেলা হয়েছে। তথ্য অধিকার আইনে বিশেষ বাহিনীর বিষয়ে কোনো তথ্য জানার সুযোগ রাখা হয়নি। আর এ নীতিমালায় জুড়ে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর মাধ্যমে আইনের ঊর্ধ্বে রেখে বিচারহীনতার সংস্কৃতি চালু হবে। তখন তারা দুর্নীতি, অনিয়মসহ নানা অপরাধে জড়িয়ে পড়বে।’

বিদেশী স্যাটেলাইট চ্যানেল প্রসঙ্গে টিআইবি জানায়, বর্তমানে বাংলাদেশে অগণিত সরকারি-বেসরকারি বিদেশি স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারিত হচ্ছে। অনেক ভালো অনুষ্ঠান এসব চ্যানেলে যেমন প্রচারিত হচ্ছে, তেমনি অনেক প্রচারিত অনুষ্ঠানের মান ও এদেশীয় সংস্কৃতির সঙ্গে আদৌ সামঞ্জস্যপূর্ণ কি না সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সম্প্রচার নীতিমালায় এই বিষয়ে সরকারের কোনো অবস্থান পরিলক্ষিত হয়নি।

Share this post

scroll to top
error: Content is protected !!