নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল, যুবদল ও দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ।
বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে এ কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা। আওয়ামী লীগ বরাবরই ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে, বেগম জিয়ার জন্মদিন পালনের বিষয়ে অভিযোগ করে আসছে। তাদের ভাষ্যে- এটি বেগম জিয়ার প্রকৃত জন্ম তারিখ নয়।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই মোতায়েন ছিল প্রচুর সংখ্যক পুলিশ। প্রিজন ভ্যান এবং জল কামানও দলটির কার্যালয়ের সামনে এনে রেখেছে পুলিশ। কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছিল না কাউকেই। পরে সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে ঢোকেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
বেলা ১১টার দিকে শেখ খবর পাওয়া পর্যন্ত নয়া পল্টনের সামনেও বিএনপির কোনো নেতাকর্মীকে দাঁড়াতে দিচ্ছিল না পুলিশ।
তবে এসব পরিস্থিতির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পূর্বানির্ধারিত কর্মসূচি পেছানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর কেক কাটবে ছাত্রদল।