সুনামগঞ্জের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান নিখোঁজের প্রায় সাড়ে তিন মাস পর গাজীপুরের টঙ্গীর থেকে উদ্ধার হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কে বা কারা তাকে গাজীপুরের টঙ্গীতে ফেলে যায় বলে তার (মুজিব) শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, টঙ্গী থেকে মুজিবুর গুলশানে তার বাসায় যান। শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মুজিবুরের সঙ্গে নিখোঁজ তার গাড়িচালক রেজাউল করিম সোহেলও জীবিত আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়িচালক মো. রেজাউল করিম সোহেল গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হন। মুজিব যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও ছিলেন।
জানা যায়, মুজিব নিখোঁজ হওয়ার দু’দিন আগে কোনো এক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে উত্তপ্ত হয়ে কথা বলেন। ওই সময় তিনি উত্তেজিত হয়ে বলেছেন, ‘এটা রাজনৈতিক কোন নিয়ম না। তোমরা কি আমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চাও। আমি কি তোমাদের সাথে কোনো দোষ করেছি। আমার অপরাধ কি?’ এমনটাই জানিয়েছিলেন ঘটনার সময় উপস্থিত থাকা তার বাসার কাজের মহিলা ‘পপির মা’।
আরো জানা যায়, মুজিব ইংল্যান্ডে থাকাকালীন ২০০৩ সালে লন্ডনের ব্রাডি সেন্টারে যুবদলের এক সভায় উত্তেজিত হয়ে তার দলের এককর্মীকে ছুরিকাঘাত করে হত্যার প্রচেষ্টা চালান। ওই ঘটনায় ৬ মাস জেল খেটে ২০০৪ সালের ২৯ এপ্রিল তিনি মুক্তি পান। এরপর তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য শরীরে লাগিয়ে দেয়া হয় ‘বডি ট্র্যাকার’। এই ট্র্যাকার নিয়েই তাকে বেশ কয়েকমাস চলাফেরা করতে হয়েছে।
রাজনীতি ছাড়াও যুক্তরাজ্যে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব রয়েছে মুজিবুর রহমানের। যুক্তরাজ্যের ‘দ্য সেভেন স্টার’ নামক একটি বার নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের এক প্রবাসীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছে বলেও জানা গেছে।
আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, নিখোঁজ হওয়া বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব জীবিত উদ্ধার হওয়ার সংবাদে সুনামগঞ্জ বিএনপি নেতাকর্মীরে মধ্যে উল্লাস দেখা দিয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদটি জানতে পারেন জেলা নেতা ও তার স্বজনরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে। আনন্দের জোয়ারে ভাসতে থাকে তারা।
নেতাকর্মী ও স্বজনদের অনেকেই জেলা নেতাদের কাছে ফোন করে ঘটনার সত্যতা বিষয়ে নিশ্চিত হন।
সোমবার রাত ৯টার দিকে পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের টঙ্গীতে অভিযান চালায়। সেখান থেকে জীবিত উদ্ধার হন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব উদ্ধারে বিষয়টি স্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
সিলেট রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, মুজিবকে উদ্ধার করা হলেও তার গাড়িচালক সুহেলের সন্ধান পাওয়া যায়নি।