নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ গণসংযোগ অব্যাহত থাকবে।
বিএনপির দপ্তর সূত্র জানায়, গণসংযোগের জন্য ২০ দলীয় জোটের নেতাদের সমন্বয়ে ইতোমধ্যে টিম তৈরি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা সেখানে সফর করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করবেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঢাকা মহানগরে গণসংযোগের টিম প্রধান করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।
আগামী ৩১ আগস্ট সারাদেশে গণসংযোগ শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দ্রুত নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে যে গণসংযোগ কর্মসূচি দেয়া হয়েছে তা শেষ হলে নতুন কর্মসূচি আসবে।