জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর গ্রুপ) নেতারা।
শুক্রবার বিকেলে জাতীয় পার্টির আয়োজনে জাতীয় যুব সংহতির সম্মেলনে বক্তরা এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।
এসময় প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বলেন, ‘এরশাদ যদি আন্দোলনে নেমে জনগণের সঙ্গে প্রতারণা করেন তবে তাকে প্রতিহত করা হবে।’
‘আমরা রাজপথে নামব এবং আন্দোলন করে সরকারের পতন ঘটাবো’, এরশাদের এমন বক্তব্যে লিংকন বলেন, ‘তার এমন বক্তব্য শুনে দুঃখ লাগে। কারণ তিনি তা করবেন না। তিনি যা মুখে বলেন তা করেন না। তবে এজন্য তাকে আগে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে সরে আসতে হবে এবং তার দল থেকে অবৈধভাবে নির্বাচিত সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে। আর তা যদি উনি না করেই রাজপথে আন্দোলনে নামেন তবে তাকে রাজপথেই মোকাবেলা করা হবে।’
আরেক প্রেসিডিয়াম সদস্য এস এম আলম বলেন, ‘হাসিনা তার বাবার মত লাল ঘোড়া দাবড়িয়ে দেশ শাসন করতে চাইছে। কিন্তু তার বাবার দম্ভ বেশিদিন স্থায়ী হয়নি।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি আজ যাদের নিয়ে লম্ফঝম্ফ করছেন তারাই আপনার পতন ঘটাবে।’
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমকে রক্ষা এবং দেশ ও মানুষকে বাঁচানোর জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সংহতির নেতারা অন্য দলের মত লেজুড়বৃত্তির সংগঠন করবে না। তারা কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকবে না।’
সম্মেলনের সভাপতি মহসীন সরকারের উপস্থিতিতে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, আনোয়ারা বেগম, খালেকুজ্জামান চৌধুরী, ছাত্র সমাজের আহ্বায়ক এম এ মামুন উল হাসিব ভুইয়া, এ্যাড সফিউদ্দিন ভুইয়া প্রমুখ।