DMCA.com Protection Status
title="৭

১/১১ এর পূর্বের আওয়ামী লীগের মতো কর্মসূচি দেব না : মির্জা আব্বাস

1408721048দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে কর্মসূচি দেবে বিএনপি। এ কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ১/১১-এর আগে আওয়ামী লীগের মতো কর্মসূচি আমরা কখনই দেব না। আমরা চাই জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে।



শুক্রবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দলের চিন্তাভাবনার কথা জানান। বিকালে রাজধানীর শাহজাহানপুরের নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে তিনি মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠনসহ আন্দোলনের বিষয় নিয়ে কথা বলেন।



মির্জা আব্বাস বলেন, গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ ও জাতীয় সম্প্রচার নীতির প্রতিবাদে আমাদের দুটি সাম্প্রতিক কর্মসূচি সফলভাবে হয়েছে। ব্যাপক মানুষজন এতে অংশ নিয়েছে। এই সংসদের কাছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে দলের হাইকমান্ড কর্মসূচি দেয়ার চিন্তাভাবনা করছে।



নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে গত ২১ আগস্ট থেকে চলছে সারাদেশে ১০ দিনের গণসংযোগ কর্মসূচি। 



এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, মহানগর কমিটি গঠনের কার্যক্রমে যথেষ্ট অগ্রগতি হচ্ছে। বিভিন্ন টিম ভাগ করে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। আমার ভাগেও কয়েকটি থানার দায়িত্ব আছে। আমাদের কাছে নানা অভিযোগ-অনুযোগ আসছে। আমরা তা সমাধানও করছি।



তিনি বলেন, আমাদের লক্ষ্য মহানগর ঢাকাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা। সেই লক্ষ্যে কাজ করছি। আমরা সংগঠনকে এমনভাবে শক্তিশালী করতে চাই, যাতে ধীর পায়ে শক্ত হয়ে সামনের এগিয়ে যেতে পারি। যাতে কোনোভাবে আমাদের পিছু হটতে না হয়। নতুন আহ্বায়ক জানান, সাংগঠনিকভাবে শক্তিশালী ঢাকা মহানগরই দলের ঘোষিত আন্দোলনে সম্পৃক্ত থাকবে।



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা আব্বাস বলেন, ‘উনি (সৈয়দ আশরাফুল ইসলাম) বলেছেন, ১০০ মানুষ নিয়ে মির্জা আব্বাস রাস্তায় বসে থাকলে কিছু হবে না। আমি তাকে বলতে চাই, মির্জা আব্বাসকে ১০০ লোক নিয়ে বসে থাকার সুযোগ দেন। এটাই আমি চাই। তারপর দেখা যাবে।’



সরকারের মন্ত্রীরা বলেছেন বিএনপি নরম কর্মসূচি দিচ্ছে—এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, নরম কর্মসূচি কাকে বলে। এধরনের কথা বলে সরকার বিএনপিকে উসকে দিতে চায়। যাতে আরও নেতাকর্মীর বিরুদ্ধে নতুন নতুন মামলা দেয়া যায়। 



সরকারের অবস্থা তুলে ধরে সাবেক মন্ত্রী বলেন, তারা (সরকার) দেশের অবস্থা বুঝতে পারছে না। তারা সমুদ্রের গর্জন শুনতে পারছে না। তাদের বলব, রাজপথের দিকে তাকান, দেয়ালে কান দিয়ে শুনুন। ক্ষমতায় থাকলে মন্ত্রীর চেয়ারে বসলে রাজপথের অবস্থা বুঝতে চান না। এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!