DMCA.com Protection Status
title="শোকাহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোশাক নিয়ে ফেসবুকে কটূক্তিঃ মেজর(অবঃ) শামসুজ্জোহা গ্রেফতার,৫ দিনের রিমান্ডে

zoha দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোশাক নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক মেজর শামসুজ্জোহার (৪৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে কটূক্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি তার ফেইসবুকে  চাদর জড়ানো অবস্থায় প্রধানমন্ত্রীর একটি ছবি পোষ্ট করেন।

10400868_719689284787494_8252001786359775808_nআর তাতে মন্তব্য করেন, ‘আচ্ছা এটাই কি পাখি ড্রেস’? এ মন্তব্য করায় তার বিরুদ্ধে দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারায় রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভাটারা এলাকার গ্রামীণফোন হাউজ (জিপি হাউজ) ভবনের ১০ তলায় নিজ কর্মস্থল ওয়েস্ট উইং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এর আগেও বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এরপর থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয় শামসুজ্জোহাকে।

তবে এ গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে নিন্দার ঝড় বয়ে গেছে।সকলের একই কথা, এ ছবিটিতে প্রধানমন্ত্রীর পোষাকের কি বিদ্রুপ করা হয়েছে তা বোধগম্য নয়।

Share this post

scroll to top
error: Content is protected !!