DMCA.com Protection Status
title="শোকাহত

বিএনপির কথা গরম, কর্মসূচি নরমঃ তোফায়েল আহমেদ

mmjz87v4-e1408885224585বিএনপির আন্দোলনের যে অস্ত্র ছিল ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে গিয়ে তা ভোঁতা হয়ে গেছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রকলা প্রদর্শনী কক্ষে যুবলীগের ‘বাঙ্গালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ র্শীষক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল বলেন, ‘বিএনপি গরম গরম কথা বললেও, বাস্তবে কর্মসূচি দেয় নরম নরম। তাদের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। তারা ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে যা দরকার তার সব কিছুই করছে। তারা বাংলাদেশে থাইল্যান্ডের মত অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে তা ব্যর্থ হয়েছে।’

শেখ হাসিনা খুনের রাজনীতি করে না দাবী করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাত নয়, বিএনপির হাতই রক্তের। তারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, তারা নিষ্ঠুর।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে। আগামীতেও তারা ষড়যন্ত্র করবে। তাদের মোকাবেলা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৫ আগস্টের বিচারের মতো ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারও প্রচলিত আইনে করা হচ্ছে।’

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনূর রশীদ, নাট্যকার আতাউর রহমান প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!