DMCA.com Protection Status
title="৭

বিশিষ্ট টিভি ব্যাক্তিত্ব এবং ইসলামী চিন্তাবীদ মাওলানা ফারুকী নিজ বাসায় খুন

1409159821রাজধানীতে নিজের বাসায় খুন হয়েছেন টিভি উপস্থাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকী। শেরে-বাংলা নগর থানার অপারেশন অফিসার সাব্বির আহমেদ বলেন, বুধবার রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।



নিহত ফারুকী বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ নামে দুটি ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।



ফারুকীর বাসা গ্রিন রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের কাছেই। রাতে সেখানে গিয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এক দল কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। ফারুকী এই সংগঠনটির সভাপতি ছিলেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।



ঘটনাস্থলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ঘটনাস্থলে শেরেবাংলা নগর থানার এসআই আহাদ আলী জানান, রাতে ৫/৬ জন যুবক ডাকাতির উদ্দেশ্যে তার বাসায় যায়। এ সময় অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করলে ফারুকী এগিয়ে এসে বাধ‍া দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 



তবে নিহতের স্ত্রীর বরাত দিয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দা তুহিন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই যুবক ফারুকীর কাছে আসেন হজের ব্যাপারে কথা বলতে। তারা গিয়ে নিচে থাকা আরো তিনজনকে ওপরে যাওয়ার অনুমতি চায়। কিছুক্ষণ পরে ওই ৫ জন বাসার ও পাশের ফ্ল্যাটের লোকজনকে গুলির হুমকি দিয়ে পুরুষ ও নারীদের আলাদা কক্ষে বন্দি করে রাখে। এরপর তারা চলে যাওয়ার পর বাসার লোকজন ও প্রতিবেশীরা ডায়নিং টেবিলে হাত বাধা অবস্থায় ফারুকীর গলা কাট‍া লাশ দেখতে পায়। 



পুলিশ তদন্ত শুরু করেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।



ফারুকীর মৃত্যুর খবরে ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার কর্মীরা চট্টগ্রামের মুরাদপুরে গাড়ি ভাঙচুর করে বলে চট্টগ্রাম অফিস সূত্রে জানা গেছে। তারা বন্দর নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করে।

Share this post

scroll to top
error: Content is protected !!