‘আন্তর্জাতিক গুম দিবসে’ কর্মসূচি পালনের অনুমতি না পাওয়ায় এবং সংঘাত এড়াতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামী ২ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় মানববন্ধন করবে।
শনিবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনের সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, বিএনপি-জোট সংঘাত এড়িয়ে চলতে চায় বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ পালিত হচ্ছে। ২০-দলীয় জোট এ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল।
এ কর্মসূচির জন্য ঢাকা মহানগর কমিশনারকে চিঠি দেয়া হয়েছিল। প্রথমে জাতীয় প্রেসক্লাবকে কেন্দ্র করে পূর্বে দৈনিক বাংলা মোড় ও পশ্চিমে শিশুপার্ক পর্যন্ত মানববন্ধন করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়।
৩০ আগস্ট বিভিন্ন দেশে পালিত হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষিত ‘আন্তর্জাতিক গুম দিবস’। ইংরেজিতে এই দিবসের পুরো নাম ‘ইন্টারন্যাশনাল ডে ফর ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ অর্থাত্ গুমের শিকার ব্যক্তিবর্গের আন্তর্জাতিক দিবস। সাধারণ পরিষদ ২০১১ সালে এই দিবসটি পালনের জন্য সব দেশকে আহ্বান জানায়।
ফখরুল দাবি করেন, ‘পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাত জানালে স্থান পরিবর্তন করে বিএনপি নয়াপল্টনকে কেন্দ্র করে পূর্বে নটর ডেম কলেজ ও পশ্চিমে বিজয়নগর মোড় পর্যন্ত মানববন্ধনের স্থান উল্লেখ করে আবার চিঠি দেয়।
পুলিশ অনুমতি নিয়ে টালবাহানা করতে থাকে। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ জানায়, এ দিবস পালনের অনুমতি দেয়া হয়নি।
ফখরুল বলেন, সরকার মনে করছে, ২০ দলীয় জোটকে এই দিবসটি পালন করতে দিলে তাদের স্বরূপ আরো বেশি প্রকাশ হয়ে পড়বে। তাই পুলিশ অনুমতি দেয়নি।
মানববন্ধন কর্মসূচি করতে পুলিশ অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, ‘রাজধানীতে শাসক দলের কোনো কর্মসূচি চললে অন্য কোনো দলকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হয় না। এটাই এখন সরকারের নীতি।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর রেদওয়ান উল্লাহ শাহেদী, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনডিপির আলমগীর মজুমদার, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবুল কাশেম, জাগপার খোন্দকার লুত্ফর রহমান, ডিএলর সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান,জমিয়তের উলামে ইসলামের মাওলানা রেজাউল করীম, মাওলানা মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির শামসুদ্দিন পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।