নবম সংসদে আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য ও তৎকালীন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি জাতিকে বিভ্রান্ত করছেন বলেও মন্তব্য করেন কাজী ফিরোজ।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে এভাবেই ভর্ৎসনা করেন কাজী ফিরোজ রশীদ।
প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত একে খন্দকারের একটি বইয়ে ‘বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছেন’ এমন কথা লেখার প্রসঙ্গে এ আলোচনার সূত্রপাত হয়।
ফিরোজ রশীদ বলেন, ‘একে খন্দকার একজন মন্ত্রী ছিলেন। তিনি একটা বিকৃত ইতিহাস রেখে গোটা জাতিকে বিভ্রান্ত করছেন। আমরা যেখানে যে অবস্থায় বা যে দলে থাকি, কিন্তু স্বাধীনতা ও বঙ্গবন্ধু নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘একে খন্দকার যে শব্দ এনেছেন, এ সংসদে সেটা তুলতে চাই না। এ সমস্ত কুলাঙ্গাররা গোটা জাতিকে বিভ্রান্ত করছে।’
উল্লেখ্য, এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার (বীর উত্তম) মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও উপপ্রধান সেনাপতি। মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের লক্ষ্যে গঠিত সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। অবসরগ্রহণের পর সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন।