DMCA.com Protection Status
title="৭

‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে শেখ মুজিব তার ৭ই মার্চের ভাষণ শেষ করেছিলেন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

mirza-fakhrul-3-মির্জা-ফখরুল“শেখ মুজিবুর রহমান তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’”- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধের উপ প্রধান এ কে খন্দকারের একটি বইয়ের রেফারেন্স দিয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যারা ৭ মার্চের ভাষণ সেখানে উপস্থিত থেকে শুনেছি তারা জানি শেখ মুজিব তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার তার বইয়ে যা বলেছেন, তা তিনি সত্য বলেছেন, জনগণ এটাই বিশ্বাস করে। এ কারণেই আওয়ামী লীগের গায়ে আগুন ধরে গেছে।আওয়ামী লীগ এতদিন ইতিহাস নিয়ে যে মিথ্যাচার করেছে তা জনগণের কাছে প্রমাণীত হয়েছে। এ কে খন্দকার সত্য বলার কারণেই এখন তাকে দেশদ্রোহী বলে অখ্যায়িত করছে। এর আগেও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জে ওসমানী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এমনকি তাজউদ্দিন সাহেবের মেয়ের লেখা বইয়েও ইতিহাসের সত্য প্রকাশ করায় আওয়ামী লীগ তাদের হেনস্তা করেছে।

ওলামা দলের সভাপতি হাফিজ মাওলানা এম এ মালেকের পরিচালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পদক সানাউল্লাহ মিয়া, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান শামীম।

Share this post

scroll to top
error: Content is protected !!