মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি নিষিদ্ধের পক্ষে নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, সংসদে যে দাবি উঠেছে আমি তা প্রত্যাখ্যান করছি। কোনো বই যত বাজেই হোক তা সেন্সর করা উচিত নয়। তবে বইয়ের যেসব বক্তব্য নিয়ে আপত্তি উঠেছে লেখনীর মাধ্যমে তার জবাব দেয়াই সমীচিন।
শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরে ‘মহানগর বই উত্সব-২০১৪’ এর উদ্ধোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে প্রথমা থেকে প্রকাশিত এ কে খন্দকারের বইয়ের প্রকাশনা উত্সব হয় বুধবার। বইয়ে তিনি লিখেছেন, ৭ মার্চের ভাষণ ‘জয় পাকিস্তান’ বলে শেষ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল না বলেও লিখেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা।
এই বইয়ে তথ্য বিকৃতির অভিযোগ এনে বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বইয়ের লেখক এ কে খন্দকারের সমালোচনা করেন। কেউ কেউ বইটি নিষিদ্ধের পাশাপাশি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করারও দাবি তোলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি সচিব রণজিত্ কুমার বিশ্বাস, গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বই উত্সব। মেলায় প্রায় ৫৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।