DMCA.com Protection Status
title=""

জাতীয় সংসদ এখন ঠাট্টা মশকরার জায়গাঃ রেলমন্ত্রীর অসম বিয়ে নিয়ে সংসদে রসিকতা

1410362902রেলমন্ত্রী মুজিবুল হকের অসম বিয়ে নিয়ে বুধবার রসিকতায় মেতে উঠেছিলেন সংসদ সদস্যরা। নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান প্রথমে এ রসিকতা শুরু করেন। পরে তার সঙ্গে যোগ দেন আরও দুজন এমপি। 





৬৭ বছর বয়সে এসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী। ইতিমধ্যে পাত্রীও ঠিক করা হয়েছে। কুমিল্লায় নিজ সংসদীয় আসনের আইন বিষয়ের এক ছাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন মুজিবুল হক। আগামী ডিসেম্বরেই শুরু হবে তার নতুন জীবন। এ ঘটনার জের ধরেই তাকে নিয়ে সংসদে হাস্যরস করেন সদস্যরা।





শামীম ওসমান নারায়ণগঞ্জের রেললাইন সংক্রান্ত এক প্রশ্ন করতে গিয়ে বলেন, মাননীয় মন্ত্রী লাল পাঞ্জাবি পরে চার্মিং মুডে আছেন। শামীম ওসমানের প্রশ্নের উত্তর দেয়ার পরেই সিলেটের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রশ্ন করতে দাঁড়ান। 





প্রশ্নের শুরুতেই মানিক বলেন, বিলম্বে হলেও মাননীয় মন্ত্রীকে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ। অতীতে (নবম) সংসদে তিনি যখন হুইপ ছিলেন, তখন সবাই চেষ্টা করেও তাকে বোঝাতে পারিনি। অতীতে এত রঙে রঙিন হয়ে সংসদে আসতে দেখিনি তাকে। আজ (বুধবার) লাল পাঞ্জাবি পরে আছেন, মন্ত্রীকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। এরপর মানিক সংশ্লিষ্ট প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে মুজিবুল হক বলেন, ভালো কাজ একবারে না হওয়ার চেয়ে, দেরিতে হওয়া ভালো। এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়। 





এরপরেই রসিকতায় যোগ দেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। তিনি দাঁড়িয়েই মন্ত্রী মুজিবুল হককে উদ্দেশ করে বলেন, লাল লাল হোটপে মুজিব তেরা নাম হ্যায়। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি আপনার সংশ্লিষ্ট প্রশ্ন করুন। এর মাধ্যমে তাকে নিয়ে রসিকতার অবসান হয়। 


 

Share this post

scroll to top
error: Content is protected !!