DMCA.com Protection Status
title=""

কাদের সিদ্দিকীকে ভিমরতি ধরেছেঃ না’গন্জ বিএনপি সভাপতি তৈমুর আলম

Narayanganj-taimor-boktobbo-pic-by-bishwjit-File-1-13-9-2014-e1410588347356 দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার বলেছেন, কাদের সিদ্দিকীর মস্তিষ্ক বিকৃত হয়ে ভিমরতিতে ধরেছে এবং উনাদের মতো লোকের কারণেই জাতীয় পর্যায়ের রাজনীতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার দৈনিক প্রথম বাংলাদেশকে দেয়া এক প্রতিক্রিয়ায় তৈমুর আলম খন্দকার বলেন, ‘কাদের সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা উনাকে আমি খুব সম্মান করি এবং উনার পরিবারের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। কিন্তু উনার মস্তিষ্কে বিকৃত হয়ে ভিমরতিতে ধরেছে। তাই তিনি নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ে এমন বক্তব্য দিয়েছে।’

তৈমুর আলম বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে নারায়ণগঞ্জে ডিআইটি এলাকায় আ স ম আবদুর রব, ড. কামাল হোসেনদের নিয়ে সমাবেশে কাদের সিদ্দিকী বলে ছিলেন, একটি কুত্তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কিন্তু শেখ হাসিনা আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ নির্বাচনে আমরা নাই। পরে উপজেলা নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করলে বিভিন্ন জাতীয় দৈনিকে উনি বিএনপিকে কটাক্ষ করে কলাম লিখেছেন। এর মাত্র কয়েক মাস পরই গত ২৬ জুন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের উপ নির্বাচনে উনিসহ উনার দল থেকে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত কাদের সিদ্দিকীর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওই উপ নির্বাচনে অংশগ্রহণ করেন বিপুল ভোটে পরাজিত হন। এ ঘটনাই প্রমাণ করে উনি মুখে বলেন এক আর করেন আরেক। আসলে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে উনি আলোচনায় থাকতে চাইছেন।’

কাদের সিদ্দিকীর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে তৈমুর আলম আরও বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপি শহরের উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু কারো কাছে জমা-খরচ দিয়ে রাজনীতি করে না। বিএনপি তাদের থেকে অনেক বেশি গণতান্ত্রিক ও গণমুখী দল। ক্ষমতাসীন দলের দুই মেরুর নেতারা কেউ জনগণের কোনো কল্যাণে আসে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের দিক থেকে আমরা তাদের ধারে কাছেও নেই কিন্তু গণতান্ত্রিক দিক থেকে আমরা তাদের দুই মেরু থেকে অনেক বেশি শক্তিশালী।’

কাদের সিদ্দিকীর এমন বক্তব্য শুধুই মিডিয়া কভারেজ পাওয়ার জন্য দেয়া।

উল্লেখ্য শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার কৃষক শ্রমিক জনতা লীগের প্রাথমিক সদস্য পদ প্রদান উপলক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বিএনপিকে কটাক্ষ করে বলেন, নারায়ণগঞ্জ বিএনপি বলতে কিছু নেই। শামীম-আইভীর পোষ্য নারায়ণগঞ্জ বিএনপি। নারায়ণগঞ্জে উপ-নির্বাচনে না আসলে সবকিছু বুঝতে পারতাম না।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কিছু নেই। বিএনপি বলতে কিছু নেই। তারা টাকা পেলে হয় শামীম ওসমানের কাছে চলে যাবেন নতুবা মেয়র আইভীর কাছে চলে যাবেন। কখনো ধানের শীর্ষ, কখনও লাঙ্গল কখনও তারা নৌকা। নারায়ণগঞ্জ বিএনপি শামীম ওসমান-মেয়র আইভীর পোষ্য। তারা দিনের বেলায় শামীম আর রাতের বেলায় আইভী।

Share this post

scroll to top
error: Content is protected !!