DMCA.com Protection Status
title="৭

শিকাগোতে স্বাধীনতার ঘোষক ‘শহীদ জিয়াউর রহমান’ সড়ক উদ্বোধন ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ

unnamed (5)আওয়ামী প্রতিহিংসার রাজনীতির এক নিকৃষ্ট দৃষ্টান্ত;

স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে।

আগামীকাল ১৪ সেপ্টেম্বর রোববার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির চেয়ার এমিরেটাস ওল্ডার ম্যান জোসেফ মোর আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করবেন। আর এ উদ্বোধনী অনুষ্ঠান ঠেকাতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবল কূটনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২৬ মে শিকাগো সিটি কাউন্সিলের ৫০ জন সদস্যের মধ্যে ৪৮ জনের উপস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এ সড়কের নামকরণের প্রস্তাব পাস হয়। এটির নাম দেওয়া হয় ‘জিয়াউর রহমান ওয়ে’। বাংলাদেশের মরহুম এ প্রেসিডেন্টের নামে সড়কের নামকরণ করার মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেন মার্কিন প্রশাসনের কর্মকর্তা শাহ মোজাম্মেল নান্টু।

শিকাগো সিটি কাউন্সিলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র রাম-ই-ম্যানুয়েল।

জিয়াউর রহমানের নামে সড়ক উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করতে শিকাগো মেয়র ও স্থানীয় প্রশাসনকে সরকারিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সরকারি আমলাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ নিয়ে বেশ তৎপর রয়েছে। এতে ওবামা প্রশাসনও বিস্মিত হয়েছে। দূতাবাসের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ সরকারের পক্ষে থেকে বার্তা নিয়ে ওবামা প্রশাসনের সঙ্গে সাক্ষাতও করেছেন। কিন্তু এতেও সিদ্ধান্তে অটল রয়েছে শিকাগো সিটি কর্তৃপক্ষ।

10705146_10201826319539722_828658019_nজানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তার পূর্বনির্ধারিত অন্য অনুষ্ঠান থাকায় তিনি এতে অংশ নিচ্ছেন না। অনুষ্ঠানে তার পক্ষ থেকে ব্যক্তিগত দূত ও বিশেষ রাজনৈতিক উপদেষ্টা হুমায়ূন কবির অংশ নেবেন বলে জানা গেছে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!