লুটপাট ও চুরির মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
সোমবার রাতে তিনি দৈনিক প্রথম বাংলাদেশ কে বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর রাজধানীর সৈয়দ কাজী নজরুল ইসলাম সরণিতে জাতীয় বধির সংস্থার ভবনের গ্রাউন্ড ফ্লোরে চুরিহ হয় বলে অভিযোগ করেন ওই ফ্লোরের মালিক সৈয়দ রুহুল আমিন। তিনি বাদী হয়ে তৈমুর আলম খন্দকারসহ ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলার সোমবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজ চেম্বার থেকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। পরে নিরাপত্তার জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
উল্লেখ্য, তৈমুর আলম বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
তবে জনাব তৈমুরের বিরুদ্ধে এধরনের হাস্যকর অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা এবং অবিলম্বে তার মুক্তি দাবী করেছেন তারা।