DMCA.com Protection Status
title=""

মওদুদ নামা

download (68)ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো এতো রঙ্গীন এবং দ্রুত পরিবর্তনশীল কোন রাজনীতিক আছে বলে আমার মনে হয়না।





পল্লীকবি জসীমউদ্দিনের জামাতা হিসাবে বঙ্গবন্ধুর সাথে পরিচয় এবং এই সূত্র থেকে সদ্য লন্ডন ফেরৎ তরুন ব্যারিস্টার মওদুদ সুযোগ পেয়ে যান আগরতলা ষঢ়যন্ত্র মামলা আসামী পক্ষের(বঙ্গবন্ধু-প্রধান আসামী)আইনজীবি প্যানেলের কনিষ্ট সদস্য হিসেবে।স্বাধীনতার পর সরাসরি আওয়ামী লীগে  যোগদান না করলেও বঙ্গবন্ধুর স্নেহধন্য হিসাবে আইন ব্যাবসায় রাতরাতি অভাবনীয় সাফল্য এবং বিপুল বিত্তবৈভবের অধিকারী হন।

পঁচাত্তরের মর্মান্তিক পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফা কর্মসূচীর ঘোরতর সমর্থক বনে মওদুদ চলে আসেন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে।হন মন্ত্রী,স্থান হয় বিএনপির নীতিনির্ধারক ফোরামে।

৮১সালে রাষ্ট্রপতি জিয়ার মর্মান্তিক মৃত্যুর পর ক্ষমতায় আসেন উপ-রাষ্ট্রপতি সাওার।শোনা যায় তখন থেকেই উচ্চাভীলাসী মওদুদ সেনা প্রধান লেঃ জেঃ এরশাদের সাথে গোপন লিয়াজো বজায় রেখে চলতেন এবং এরশাদের কলকাঠি নাড়ানো এবং ৮২এর অভ্যুস্থানে মওদুদ,ডাঃ মতিন সহ বিএনপির তৎকালীন কিছু শীর্ষ নেতার পরোক্ষ সহায়তার অভিযোগ রয়েছে প্রবল ভাবে।

এসব অভিযোগের সত্যতা মওদুদ কিছুদিনের মধ্যেই প্রমান করে দেন ,বিএনপি ছেড়ে স্বৈরাচার এরশাদের ১৮দফা বাস্তবায়ন পরিষদ এবং পরবর্তিত নবগঠিত জাতীয় পার্টিতে যোগ দিয়ে। এরশাদের শাসনামলের শেষ দিনটি(৪ঠ ডিসেম্বর'৯০)পর্যন্ত মওদুদ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে গেছেন অকাতরে।এরশাদ পতনের ক্ষনে এই মওদুদ ছিলেন রাষ্ট্রের ২য় সর্বোচ্চ পদ,উপরাষ্ট্রপতি।

৯১ এ বিএনপি আবার ক্ষমতায় এলে এরশাদ ,মওদুদ সহ তার প্রায় সকল মন্ত্রীরা কারাগারে যান।এরশাদ বিএনপির ঐ শাসনামলে আর মুক্তি না পেলেও তার দুষ্কর্মের সহচর মওদুদ মাত্র কিছুদিনের মধ্যে ভানুমতির খেল দেখালেন আমাদের।তিনি কোন এক অদৃশ্য যাদু বলে বিএনপি সরকারের মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতা বনে যান।

এধরনের বহরুপী লোককে কেনো বেগম জিয়া আবার দলের নেতৃত্বে নিয়েছিলেন তা আমাদের বোধগম্য হয় নি।

আসলে মওদুদরা কোন দলের নয়,কোন মতবাদের নয়,তারা শুধু মাত্র বোঝেন তাদের নিজেদের স্বার্থ এবং ভালো মন্দ।বিএনপির কোন প্রয়োজন নেই এধরনের বর্নচোরা-ছদ্দবেশী জাতীয়তাবাদীদের।তাদের উপযুক্ত স্থান হচ্ছে ইতিহাসের আস্তাকুড়ে-যেখানে তাদের মানায় ভালো।

Share this post

scroll to top
error: Content is protected !!