DMCA.com Protection Status
title=""

ফেসবুকের নতুন নীতিমালাঃছদ্মনামে ফেসবুক চালালে একাউন্ট জব্দ

10695162_938748356153225_1610952446_nদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  এখন থেকে আর ইচ্ছামত ফেসবুকের প্রোফাইল নাম দিতে পারবেন না সামাজিক যোগাযোগ সাইটটির ব্যবহারকারীরা। ফেসবুকের পছন্দ অনুযায়ীই আপনাকে প্রোফাইল নাম বেছে নিতে হবে। ফেসবুকের এই নীতির কারণে ভালোই ঝামেলায় পড়ছেন সাইটটির ব্যবহারকারীরা। এদেরই একজন হচ্ছেন জুবায়ের জুয়েল। এইটি ছিল তার পারিবারিক ও ফেসবুকের প্রোফাইল নাম। কিন্তু হঠাৎ একদিন ফেসবুক তাকে বার্তা পাঠায়, জুবায়ের জুয়েল নামটিকে ভুয়া মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ। তাই নামটি বদলাতে হবে। হতাশ জুবায়ের জুয়েল নিজের নাম বদলাতে বাধ্য হলেন। এবার ফেসবুককে বোঝাতে নিজের নাম নিলেন জেভিয়ার জুয়েল। এবার ফেসবুক সন্তুষ্ট হলো। এইভাবে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের নাম নিয়ে ভালো জটিলতার মুখোমুখি হচ্ছেন।

যারা ফেইসবুকের চাহিদা অনুসারে নাম দিচ্ছেন না, এরই মধ্যে তাদের প্রোফাইলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এখন কেবল ফেসবুকের চাহিদা অনুসারে ব্যক্তি তার ‘আসল নামটি’ দিলেই নিজের প্রোফাইলে প্রবেশ করতে পারছেন। আর এ নিয়ে রীতিমত সমস্যায় আছেন নানান প্রকৃতির ফেসবুক ব্যবহারকারীরাও।

কারণ কিছুদিন আগেও ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশ ছদ্মনামে, ভুয়া নামে বা তাদের আসল নামের সাথে মিল নেই এমন নামে ফেসবুক ব্যবহার করছিলেন। এসব নামে ফেসবুকে লগ ইন করতে গেলে ওয়েবসাইটির কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে। সতর্কবার্তায় লেখা হচ্ছে, ‘আপনার ফেসবুক একাউন্টটি সাময়িকভাবে মুলতবি করা হয়েছে। কারণ আপনি আপনার আসল নাম ব্যবহার করছেন না। আর ফেসবুক এমন একটি কমিউনিটি যেখানে মানুষ তাদের আসল পরিচয় ব্যবহার করে। আমরা চাই সবাই তাদের পুরো নাম ব্যবহার করুক। সুতরাং আপনি জানেন আপনি কোন নামে ফেসবুকে সংযুক্ত হচ্ছেন। চিন্তা করবেন না আপনি শীঘ্রই আপনার আসল নাম এবং পুরো নাম নিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে ফিরতে পারবেন। যদি আপনি আপনার ডাকনাম ব্যবহার করে থাকেন তবে আসল নাম ব্যবহার করে ফিরে আসুন ফেসবুকে’।

এ প্রসঙ্গে ফেসবুকের একজন প্রতিনিধি জনপ্রিয় পত্রিকা হাফিংটন পোস্টকে জানান, যদি কেউ ফেসবুকে ভিন্ন নাম ব্যবহার করতে চায় তাদের হাতে বিভিন্ন সুযোগ আছে। যেমন তাদের ফেসবুক প্রোফাইল নামের সাথে ছদ্ম নামটি জুড়ে দেওয়া যেতে পারে। অথবা নিজেদের অপরিচিত নামটি দিয়ে বিশেষ ফেইজবুক পেজ খুলেও নিজেদের ভিন্ন নামটি ফেসবুকে ব্যবহার করা যেতে পারে।

Share this post

scroll to top
error: Content is protected !!