বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন, সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ বন্ধের দাবিতে আয়োজিত জনসভায় যোগ দিতে তিনি এ সফর করছেন।
বিকেল ৩টায় স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন তার গুলশানের বাসাভবন থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন।
সড়কপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে সরাসরি জেলা সার্কিট হাউজে অবস্থান নেবেন। সেখানে তিনি দুপুরের খাবারের পর বিশ্রাম নেবেন। এরপর জনসভায় যাগ দেবেন তিনি।
এদিকে জনসভা সফল করতে দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমদ দু’দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলন করে জনসভাকে সর্বাত্মক সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।