বাংলাদেশ দলের কান্ডারি তিনি। ওয়েস্ট ইন্ডিজে দল খারাপ করায় সবটুকু দায়ভার মুশফিকুর রহিমের ওপর। ক্যারিবীয় দ্বীপে প্রায় প্রতি ইনিংসেই মুখ থুবড়ে পড়েছে তার দল। নিজে কিছু ইনিংস মেরামতের কাজ করেছিলেন, কিন্তু শেষ অবধি তা দলের মুখে হাসি ফোটাতে পারেনি। টানা ব্যর্থতার একটি সিরিজ শেষে দেশে ফিরে এর দায়ও শিকার করেছিলেন মুশফিক।
দলের এ হতাশ করা পারফরম্যান্স তার ওপর অনেক চাপ বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সামনে জিম্বাবুয়ে সিরিজ। এ সিরিজের আগে চাঙ্গা ও ঝরঝরে মনে ফিরতেই কিনা বিয়ের কাজটা সেরে ফেলছেন বাংলাদেশ অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের ফল বা ইনিংস যাই বলুন না কেন, সে চাপের পাহাড় ঝেড়ে ফেলতে জীবনের ইনিংসকেই বেছে নিলেন মুশফিক। আগেই আকদ সেরেছিলেন। জীবনের ইনিংসের জুটি গত বছর অক্টোবরেই পাকাপাকি হয়ে গেছে মুশফিকের।
এবার প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ফেরদৌস মন্ডির সঙ্গে জুটির বাকি কাজটুকু সারবেন তিনি। সে পথে আজ গায়ে হলুদের আয়োজন মুশফিকের জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা মাহবুব হামিদ। বিজয় সরণি থেকে কিছু সামনে বিমান বাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে হবে এ অনুষ্ঠান।
গায়ে হলুদের পরদিনই মুশফিকের বিয়ে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। আর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ে-উত্তর সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে অধিনায়কের জীবনজুটি বাঁধার ব্যস্ততা।