DMCA.com Protection Status
title=""

ব্ল্যাকবেরির ‘পাসপোর্ট’ ফোনঃপারবে কি ঘুড়ে দাড়াতে ব্ল্যাকবেরি???

 

Blakberry {focus_keyword} ব্ল্যাকবেরির ‘পাসপোর্ট’ ফোন Blakberry আভিজাত্যের ব্র্যান্ড ব্ল্যাকবেরি। কিন্তু সস্তা স্মার্টফোন বাজার দখল করে নেয়ায় ব্ল্যাকবেরির ব্যবসা অনেকটাই লাটে উঠেছে। তাই ব্র্যান্ডটি ঘুরে দাঁড়াতে নিয়ে এসেছে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘পাসপোর্ট’। বুধবার ব্ল্যাকবেরি এ ফোনটি বাজারে এনেছে।

শুধু নামই নয়, ফোনটি দেখতেও পাসপোর্ট সাইজের। এলসিডি ডিসপ্লে ও ৪.৫ ইঞ্চির স্ক্রিন সাইজের পাসপোর্টের বৈশিষ্ট্য- থ্রি লাইন হার্ডওয়্যার টাচস্ক্রিন কি-বোর্ড। যখন যে পেজ খোলা হবে কি-বোর্ডটিও প্রয়োজন মতো পরিবর্তন হয়ে যাবে।

এছাড়া থাকছে বিশেষ মাইক্রোফোন। কথা বলার সময় আশেপাশে কোনো শব্দ হলে তা ফিল্টার করে ক্লিয়ার ভয়েজ পৌঁছে দেবে আপনাকে। পাশাপাশি ফোনটিতে থাকছে ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক-আপ।

Blakberry-1 {focus_keyword} ব্ল্যাকবেরির ‘পাসপোর্ট’ ফোন Blakberry 1এ বছরের শেষের দিকেই ৩০টি দেশে পাওয়া যাবে পাসপোর্ট। পাসপোর্টের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৪৬ হাজারের মতো। বেশ কয়েকটি মডেল রয়েছে পাসপোর্টের।

Share this post

scroll to top
error: Content is protected !!