আভিজাত্যের ব্র্যান্ড ব্ল্যাকবেরি। কিন্তু সস্তা স্মার্টফোন বাজার দখল করে নেয়ায় ব্ল্যাকবেরির ব্যবসা অনেকটাই লাটে উঠেছে। তাই ব্র্যান্ডটি ঘুরে দাঁড়াতে নিয়ে এসেছে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘পাসপোর্ট’। বুধবার ব্ল্যাকবেরি এ ফোনটি বাজারে এনেছে।
শুধু নামই নয়, ফোনটি দেখতেও পাসপোর্ট সাইজের। এলসিডি ডিসপ্লে ও ৪.৫ ইঞ্চির স্ক্রিন সাইজের পাসপোর্টের বৈশিষ্ট্য- থ্রি লাইন হার্ডওয়্যার টাচস্ক্রিন কি-বোর্ড। যখন যে পেজ খোলা হবে কি-বোর্ডটিও প্রয়োজন মতো পরিবর্তন হয়ে যাবে।
এছাড়া থাকছে বিশেষ মাইক্রোফোন। কথা বলার সময় আশেপাশে কোনো শব্দ হলে তা ফিল্টার করে ক্লিয়ার ভয়েজ পৌঁছে দেবে আপনাকে। পাশাপাশি ফোনটিতে থাকছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক-আপ।
এ বছরের শেষের দিকেই ৩০টি দেশে পাওয়া যাবে পাসপোর্ট। পাসপোর্টের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৪৬ হাজারের মতো। বেশ কয়েকটি মডেল রয়েছে পাসপোর্টের।