রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এ ষড়যন্ত্র সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এ ষড়যন্ত্র শেখ হাসিনাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র। তাই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
সাবেক মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মাঠে বাস্তুহারা হয়ে গেছে। দলের এই দৈন্যদশার কারণ বেগম খালেদা জিয়া। তিনি মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াও রাজনীতি করেন। তার এসব সিদ্ধান্তের কারণে বিএনপির আজ এ দৈন্যদশা।
সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের রফিকুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।