প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা গেছেন।
হাসপাতালের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের এজিএম সাইফুর রহমান লেনিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকাল ৭টা ২০ মিনিটে আয়েশা ফয়েজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কিডনি জটিলতা নিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আয়েশা ফয়েজ।
কিডনি বিশেষজ্ঞ প্রফেসর রফিকুল আলম ও বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার।
মৃত্যুশয্যায় আয়েশা ফয়েজের পাশে ছিলেন মেজ ছেলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব।
আয়েশা ফয়েজের বড় ছেলে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা ফয়েজের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে পল্লবীর নিজ বাড়িতে। জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নেত্রকোণার মোহনগঞ্জে। পরে নেত্রকোনার মোহনগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
আয়েশা ফয়েজের জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ, নানাবাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। বাবা শেখ আবুল হোসেন এবং মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি তিনি পরিনয় সূত্রে আবদ্ধ হন ফয়জুর রহমানের সঙ্গে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি তার স্বামীকে হারান। আয়েশা ফয়েজের তিন ছেলে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব এবং তিন মেয়ে শেকু, শেফু ও মণি।