DMCA.com Protection Status
title="শোকাহত

হজ্জ করতে সৌদিতে ইনু ও মেনন !

inumenonবাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন।

 

রোববার স্থানীয় সময় চারটায় তারা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে জাসদ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রবাসী নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান।

 

মক্কার হজ মিশন কর্মকর্তা আশরাফুজ্জামান রাইজিংবিডিকে জানিয়েছেন, বর্তমানে তারা মক্কা হজ মিশনে রয়েছেন।

 

উল্লেখ্য আজীবন ধর্মবিমূখ,  বামপন্থী ও কমিউনিস্ট এই দুই রাজনীতিক একসঙ্গে প্রথমবারের মত হজ পালন করতে সৌদি এলেন। পবিত্র হজ পালন শেষে ১৩ অক্টোবর বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে তাদের। 

 

Share this post

scroll to top
error: Content is protected !!