DMCA.com Protection Status
title="শোকাহত

প্রেসক্লাবে সৈয়দ আশরাফঃ জামায়াত কোথাও তালেবান, কোথাও আইএস

1411997708আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অপশক্তি জামায়াতে ইসলামী সারাবিশ্বে বিভিন্ন নামে ‘মানবতার বিরুদ্ধে যুদ্ধে’ লিপ্ত।

 

তিনি বলেন, ‘জামায়াত এখানে একটা নাম। এরা কোথাও আল কায়েদা, কোথাও তালেবান, কোথাও আইএস নামে আছে। অপশক্তি জামায়াত আর তাদের দোসর সহযোদ্ধারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে কেউ কোথাও এদের হাত থেকে নিরাপদ নয়।



সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘বিএনপি-জামায়াতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।



সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধ কখন শেষ হবে। অপশক্তি জামায়াত তাদের দোসর সহযোদ্ধারা সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের এখানে আসতে সময় লাগবে না। অবশ্যই এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অনেক আগেই শুরু করেছি। এরা মানবতা ও মনুষত্বের শত্রু। যেখানেই সুযোগ হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

মন্ত্রী বলেন, আমরা চাই আর না চাই যুদ্ধ অনিবার্য। আমাদের ওপর চাপিয়ে দেয়া হবে। এ যুদ্ধ আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জয়লাভ করতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ করাই আমাদের কাজ।



জামায়াতের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরে আমরা জামায়াতের তাণ্ডব দেখেছি। আমাদের হিটলারের তাণ্ডব দেখার সুযোগ হয়নি। তবে এখন তাদের (জামায়াত) তাণ্ডব মর্মে মর্মে উপলব্ধি করছি। ডিভিডি প্রসঙ্গে তিনি বলেন, ’৭১-এ তারা যে তাণ্ডব চালিয়েছে এ ভিডিও চিত্র তারই আরেকটা কপি।’

 

মানবতার যুদ্ধে কেউই নিরপেক্ষ থাকতে পারে না মন্তব্য করে আশরাফ বলেন, আমরা কেউ নিরপেক্ষ নই। আজকে সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী কেউই আসলে নিরপেক্ষ নন। যারা নিজেদের নিরপেক্ষ বলেন তারা স্বীকার করতে চান না তারা কোন পক্ষের লোক। মিডিয়া, ভিডিওচিত্র, লিখনী, যুক্তি-তর্কের মাধ্যমে সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।



অনুষ্ঠানের শুরুতে ‘বিএনপি জামায়াতে তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ভিডিওচিত্রটি প্রদর্শন করা হয়। ভিডিওচিত্রে ৫ জানুয়ারির নির্বাচন ও মানবতাবিরোধী বিচার বানচালে বিএনপি-জামায়াতের সহিংসতার তথ্যচিত্র তুলে ধরা হয়।



দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সুপ্রিমকোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ, রোকেয়া কবির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাক, বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, হাবিবুর রহমান সিরাজ, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!