DMCA.com Protection Status
title="৭

ইয়েমেনে সহিংসতার বিরুদ্ধে সৌদী যুবরাজের হুঁশিয়ারি

Saudi-Al-Faisalসৌদি আরব তার প্রতিবেশী দেশ ইয়েমেনে গৃহযুদ্ধাবস্থা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে। ইয়েমেনে চলমান অবিরত সংঘর্ষ যেন বড় কোন সংঘটনের দিকে ক্রমশ মোড় না নেয়, সৌদি সরকারের পক্ষ থেকে সেদিকে সতর্ক করে দেয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্ন হুদি শিয়ারা রাজধানী সানা দখল করলে উত্তর পশ্চিম আফ্রিকার দেশটিতে সহিংসতা বহুগুণে ছড়িয়ে পড়ে।

সোমবার সৌদি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সাল ইয়েমেনি পরিস্থিতির জন্যে হুদি শিয়া সশস্ত্র গোষ্ঠিকে পরোক্ষভাবে দুষেছেন। তিনি জাতিসংঘেরও দৃষ্টি আকর্ষণ করেন, যেন সংগঠনটি এ ব্যাপারে ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করে এবং এ যাবত স্বাক্ষরিত শান্তিচুক্তি গুলো বাস্তবায়িত হয়।

যুবরাজ মনে করেন ইয়েমেনের পরিস্থিতি শান্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং পরিস্থিতি দ্রুততর সময়ে মন্দ দিকে মোড় নিচ্ছে। এবং ইয়েমেনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে দেশের সকল রাজনৈতিক দলের সুষম অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক শক্তিসমূহেরও যে কোন পন্থায় এগিয়ে আসার প্রয়োজন।

সৌদি আরবসহ উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো সমর্থন ইয়েমেনের শাসকপ্রধান রাষ্ট্রপতি আব্দরাবুহ মনসুর হাদির দিকে হেলে আছে। রাষ্ট্রপতি হাদি ইয়েমেনের বর্তমান সংঘাতের পেছনে ভিনদেশী চক্রান্ত অনুভব করছেন বলে জানিয়েছেন। পরোক্ষভাবে ইরানের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ইরান শিয়া সশস্ত্র বাহিনীগুলোকে মদদ দিয়ে থাকে বলে তিনি মনে করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!