বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সংসদ, মন্ত্রিপরিষদ থেকে অপসারণপূর্বক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ২০ দলীয় জোট।যদিও এই জগন্য আচরনের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন জোট হরতাল ডাকবে বলে জনমনে জোর আশাবাদ থাকলেও ,এ মুহূর্তে হার্ডলাইনে যাননি তারা।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে এ দাবি জানায় জোটটি। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বৈঠকের বিষয়বস্তু জানান।
বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, ‘২০ দলীয় জোটের বৈঠকে লতিফ সিদ্দিকীর প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বিভিন্ন গণমাধ্যমে তার অব্যহতির খবর এলেও মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে স্পষ্ট করে কোনো কিছুই বলেননি। বরং লতিফ সিদ্দিকী তার বক্তব্য প্রত্যাহার করবেন না বলেও উদ্ধ্যত দেখিয়েছেন। আসলে এ স্পর্শকাতর বিষয় নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘পূজা ও ঈদের কারণে ২০ দলীয় জোট এ ঘটানায় কোনো কর্মসূচি দিচ্ছে না। তবে অন্যান্য দল যেসব কর্মসূচি দিয়েছে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে।’
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি জোট সারাদেশে গণসংযোগ করবে বলে তিনি জানান। তবে কখন থেকে এ কর্মসূচি শুরু হবে তা তিনি জানাতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘সময় নির্ধারণ হলে পরে তা জানানো হবে।’