বিতর্কিত মন্তব্যের কারনে তথ্যপ্রযুক্তির সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘উইটসা এক্সিলেন্স ইন আইসিটি’ পুরস্কার গ্রহণ করা হলো না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে বুধবার ভোরে নিজ মন্ত্রণালয়কে পুরস্কৃত করা হলেও সেই পদক গ্রহণ করতে হয়েছে মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
মন্ত্রণালয়ের পক্ষে পদক গ্রহণ করতে মেক্সিকোর গুয়াদালাজারা শহরে অবস্থান করলেও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটি) যোগ দেননি মন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র মতে, অনুষ্ঠান চলাকালে হোটেলেই অবস্থান করেছেন তিনি।
সূত্র মতে, সম্প্রতি নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে পবিত্র হজ্, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিতর্কিত বক্তব্যের কারণে হঠাত্ করেই সরকারের উচ্চ পর্যায় থেকে অনুষ্ঠানস্থলে তাকে না যেতে পরামর্শ দেয়া হয়েছে।
অন্য একটি সূত্র বলছে, অনুষ্ঠানে যেতে মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মন্ত্রীকে অনুরোধ করেছিলেন। তবে তিনি রাজি হননি। এ সময় তাকে বিমর্ষ দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার মেক্সিকোতে একটি সম্মেলন হবে। সেই সম্মেলনেও তিনি যোগ দেবেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে সফরসূচি পরিবর্তন না হলে তিনি আগামী ৪ অক্টোবর ভোরে দেশে ফিরবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৪’ পেয়েছে বাংলাদেশ।