যত কথাই বলুক না কেন বিএনপির সঙ্গেই আওয়ামী লীগকে সংলাপ করতে হবে বলে দাবি করেছে বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনের দেয়া বক্তব্যের জবাবে এ দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
‘হত্যাকারী ও দুর্নীতিবাজদের সঙ্গে কোনো সংলাপ নয়’— বলে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা যত কথাই বলুক না কেন বিএনপির সঙ্গেই সংলাপ করতে হবে। তাদের অন্য কোনো বিকল্প পথ নেই।
তিনি বলেন, সংলাপ যদি না করেন অতীতের মতো আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে। আবারও সংঘাত সৃষ্টি হবে।
অতি সত্বর আলোচনার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশের মানুষের স্বার্থে আলোচনায় বসুন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।’ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে লতিফের বিরুদ্ধে কার্যকর বা সুস্পষ্ট শাস্তির ইঙ্গিত না থাকায় ‘জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে’ বলেও মন্তব্য করেন ফখরুল।