DMCA.com Protection Status
title="৭

ট্রেনে শিডিউল বিপর্যয়: বিএনপিকে দুষলেন মন্ত্রী

মুজিবুল-হক1 ঈদে ঘরমুখি মানুষদের ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য বিএনপিকে দুষলেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ‘শিডিউল বিপর্যয় সবসময় ঘটে না। কিছু সময় ঘটে। তার মূল কারণ হচ্ছে, বিএনপির আমলে রেলপথ উন্নত হয়নি। কোনোরকম সংস্কার করা হয়নি। জরাজীর্ণ অবস্থায় ছিল বাংলাদেশের রেলপথ।’

শনিবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য পঙ্গু ও বয়স্ক নারীদেরও দায়ী করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কিছু কিছু পঙ্গু-বয়স্ক মা-বোনদের ট্রেনে উঠতে আধা থেকে এক মিনিট করে দেরি হয়। এ কারণেও ট্রেনে শিডিউল বিপর্যয় হয়।’

বিএনপির আমলে জীর্ণশীর্ণ রেলপথ মেরামত করা হয়নি- এমন অভিযোগ করে মুজিবুল হক বলেন, ‘আমরা অনেক রেলপথ সংস্কার করেছি। নতুন রেললাইন করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কথায় আমরা যাত্রীদের রেলপথে সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

মুজিবুল হক আরও বলেন, ‘জীর্ণশীর্ণ রেললাইনে যাতে গতি কমিয়ে ট্রেন চালানো হয় আমরা তার নির্দেশ দিয়েছি। আগামী দুই বছরের মধ্যে দেশে কোনো জীর্ণশীর্ণ রেললাইন থাকবে না। আমরা সেগুলো সংস্কার করবো। সংস্কার শেষ হলে আর শিডিউল বিপর্যয় হবে না।’

শিডিউল বিপর্যয়ের জন্য মন্ত্রী অতিরিক্তি যাত্রীর চাপকেও দায়ী করেন। মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত যাত্রী, উপচে পড়া ভিড়ের কারণেও সামান্য বিপর্যয় ঘটে। ভিড়ের কারণে শিডিউল ঠিকমতো মেইনটেইন করা যায় না। আশাকরি ভবিষ্যতে আর সমস্যা থাকবে না।’

Share this post

scroll to top
error: Content is protected !!