সদ্য প্রয়াত ভাষা আন্দোলনের বীর সৈনিক আবদুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় না জানানোয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিন্দার রোল উঠেছে।
তবে এই শেষ জীবিত ভাষা সৈনিকটিকে জিবদ্দশায় তেমন কোনো সহায়তা ও স্বন্মান না দিয়ে আওয়ামী সরকার ইতিপূর্বে যথেষ্ট হিনমন্যতার পরিচয় দিয়েছে।
এদিকে এব্যাপারে প্রশ্ন করলে, রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষামতিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এ কথা জানান।
‘ভাষাসৈনিক হওয়া সত্ত্বেও কেন তিনি রাষ্ট্রীয় মর্যাদা পাননি’—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় প্রটোকলের অভাব ছিল। তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া যায়নি। তবে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না হলেও তার মরদেহের প্রতি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।’
নাসিম বলেন, ‘ভাষাসৈনিক মতিন রাষ্ট্রের সম্পদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে মতিনের অবদান রাষ্ট্র ও জনগণ কখনো ভুলবে না। সরকারের পক্ষ থেকে ভাষা মতিনের জন্য সব ধরণের সহযোগিতা করা হয়েছে।’
এর আগে সকালে শহীদমিনারে ভাষা মতিনের মরদেহ নিয়ে আসা হলে সরকার, বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ভাষাসৈনিক আব্দুল মতিন বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান।