DMCA.com Protection Status
title="শোকাহত

অচিরেই রাজনীতিতে আসছেন দেশনায়ক তারেক রহমানের স্ত্রী ডা.জোবায়দা রহমান!

93690_1দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ    আগামী জাতীয় কাউন্সিলেই বিএনপির রাজনীতিতে অভিষেক হতে পারে দেশনায়ক তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের। নির্বাচনী রাজনীতিতে পুত্রবধূ জোবায়দাকে পাশে রাখার পরিকল্পনা করছেন খালেদা জিয়া। তাকে সঙ্গে নিয়েই সারাদেশ সফরের ইচ্ছা তার।

দলটির একাধিক নেতা এ প্রতিবেদককে জানান, রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে ডা. জোবায়দা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তারা মনে করেন এই মুহূর্তে জোবায়দাকে রাজনীতিতে সক্রিয় করা জরুরি।


কর্মীদের সঙ্গে সুর মেলান দলের সিনিয়র নেতাদের কেউ কেউ।খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে স্বপরিবার যুক্তরাজ্যে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরে। পারিবারিকভাবে অনেকটাই নিঃসঙ্গ বিএনপি চেয়ারপারসন দীর্ঘ সাত বছর ধরে। দলও নানারকম চ্যালেঞ্জের মুখে। এরকম পরিস্থিতিতে শোনা যাচ্ছে, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের দেশে ফিরে আসার কথা।

দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে, জোবায়দা রহমানকে দেওয়া হতে পারে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আগামী নির্বাচনে সিলেটের একটি আসনে তাকে দলীয় প্রার্থী করার চিন্তাভাবনাও চলছে।

জোবায়দা রহমান গত ছয় বছর ধরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বসবাস করছেন। একটানা দীর্ঘ সময় চাকরিতে অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চিকিৎসকের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!