DMCA.com Protection Status
title="৭

লতিফ সিদ্দিকীর ‘ভগ্নিপতির’ প্রতারণা!

r115পবিত্র হজ, নবী মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্যের পর আওয়ামী সরকারের বিতর্কিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ভগ্নিপতি পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে একটি মামলাও হয়েছে। গত বৃহস্পতিবার মামলাটি করেছেন নগরীর দক্ষিণ সুরমা বারখলার মো. সাবের রহমান। সাবের নিজেকে প্রতারিত দাবি করেছেন। মামলায় আসামি করা হয়েছে- একই এলাকার কুটি মিয়ার ছেলে অলিউর রহমান মালেককে।

রোববার এ মামলার প্রাথমিক ও গ্রহণযোগ্যতার শুনানি হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, সাবের রহমান ও লতিফ সিদ্দিকী এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপন ভগ্নিপতি পরিচয়দানকারী অলিউর রহমান মালেক বারখলায় পাশাপাশি বাসাতে থাকতেন। এ কারণে তাদের মধ্যে সুসসম্পর্ক গড়ে ওঠে। অলিউর রহমান নিজেকে হাউজিং ব্যবসায়ী বলেও পরিচয় দিতেন।

২০১১ সালের ২০ অক্টোবর অলিউর রহমান প্রতিবেশি সাবের রহমানের কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। ঋণ পরিশোধের জন্য সাবের রহমানকে ২০১২ সালের ২৩ জানুয়ারি ১০ লাখ টাকার একটি চেক দেন অলিউর। তবে ওই চেক নিয়ে সাবের ব্যাংকে গেলে দেখেন ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। ফলে বাউন্স হয় চেকটি।

এরপর থেকে দেবো, দিচ্ছি ইত্যাদি কথা বলে কালক্ষেপণ করতে থাকেন অলিউর। ২ অক্টোবর সাবের আবারও টাকা চাইতে গেলে অলিউর রহমান ঋণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

এরপরই মামলা দায়ের করেন সাবের। রোববার প্রাথমিক শুনানি শেষে বিচারক আনোয়ারুল হক পরবর্তী আদেশের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!