DMCA.com Protection Status
title="শোকাহত

ড. পিয়াস করিম আর নেইঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর শোক প্রকাশ।

 Pias-Karimবিশিষ্ট শিক্ষাবীদ ,জাতীয়তাবাদী ভাবধারার বলিষ্ঠ কন্ঠস্বর এবং সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. পিয়াস করিম আর নেই।

সোমবার ভোর পাঁচটা ৩৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।

সোমবার খুব ভোরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পিয়াস করিম। সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরা স্কয়ার হাসপাতলে ফোন করলে সেখান থেকে এম্বুলেন্স এসে তাকে নিয়ে যায়। সেখানে ভোর পাঁচটা ৩৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ড. পিয়াস করিম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি টিভি টকশোতে নিয়মিত অংশ নিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

ড. পিয়াস করিম ব্রাক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

তিনি যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগি লাভ করেন।


রাজনীতিক অর্থনীতি, রাজনীতিক সমাজবিজ্ঞান, জাতীয়তাবাদ এবং তত্ত্বীয় সমাজ বিজ্ঞানেও তার বিশেষ ব্যুৎপত্তি ছিল।

যুক্তরাষ্ট্রের কিয়ারনির ইউনিভার্সিটি অব নেবরাস্কা ও মিশৌরির কালভার-স্টোকেটন কলেজে টানা ১৭ বছর শিক্ষকতার পর ২০০৭ সালে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

এদিকে  বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

বেগম জিয়া ও মির্জা ফখরুল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়া বলেন, ‘পিয়াস করিমের মৃত্যুতে দেশ একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। তিনি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে আমি গভীর ভাবে মর্মাহত।’

Share this post

scroll to top
error: Content is protected !!