DMCA.com Protection Status
title="৭

চট্টগ্রামে গ্রুপ ফোরের চুরি হওয়া ৩ কোটি টাকা উদ্ধার

G4Sঅর্থ পরিবহনে বেসরকারি নিরাপত্তা এজেন্সি গ্রুপ ফোরের সিকিউরিটি’র খুলশী কার্যালয় থেকে রোববার চুরি হওয়া তিন কোটি টাকা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ভোররাত ৫টার দিকে এসব টাকা উদ্ধার করা হয় বলে দৈনিক প্রথম বাংলাদেশকে  নিশ্চিত করেছেন নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

তিনি বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি তাই বিস্তারিত বলা যাচ্ছে না। এঘটনায় নতুন করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এটা সিএমপির ইতিহাসে বড় অর্জন বলেও মন্তব্য করেন ওই পুলিশ কমিশনার।

এর আগে খুলশী থানার এ এস আই রুবি বড়ুয়া দৈনিক প্রথম বাংলাদেশকে  জানিয়েছিলেন, নগরের অভিজাত খুলশী আবাসিক এলাকার চার নম্বর সড়কে গ্রুপ ফোর এস’র কার্যালয়টি অবস্থিত।

রোববার ভোরে কার্যালয়ের ভল্ট থেকে নকল চাবির মাধ্যমে তিন কোটি টাকা চুরি করেছিল। এঘটনায় রোববার গভীর রাত সাড়ে ১২টায় একটি মামলা করেন প্রতিষ্ঠানটির কর্মকতা তারিক মনসুর।

এ ঘটনায় সোমবার ভোরে প্রতিষ্ঠানটির খুলশী কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্টানটির তিনজনকে আটক করেছিল পুলিশ।

তারা হলেন-গ্রপ ফোর এস’র স্টোর কিপার ইকবাল বিন রশীদ (২৭), ভোল্ট অপারেটর রবিউল হোসেন (৩৪) ও সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম (৩৬)।

Share this post

scroll to top
error: Content is protected !!